রোয়াংছড়িতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উন্নতমানের খাবার বিতরণ

সাথোয়াই অং মারমা, রোয়াংছড়ি, বান্দরবানঃ
Oct 28, 2025 - 15:48
 0  9
রোয়াংছড়িতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উন্নতমানের খাবার বিতরণ

বান্দরবানের রোয়াংছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা যুবদলের উদ্যোগে রোয়াংছড়ি সদর হাসপাতালের রোগীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) এ অনুষ্ঠানে সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

উপজেলা যুবদলের আহ্বায়ক লুপ্রুমং মারমা বলেন, সকাল সাড়ে ১০টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। তিনি আরও জানান, বিএনপির যুব অঙ্গসংগঠন হিসেবে যুবদল তৃণমূল পর্যায়ে নানা কার্যক্রমে অংশগ্রহণ করে আসছে। গণতন্ত্র পুনরুদ্ধার এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সংগঠনটি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, বিগত আওয়ামী শাসনামলে অনেক নেতা-কর্মী মামলা ও পুলিশের হামলার মুখেও রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন।

এসময় হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার রিপন দাস, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব নয়ন্ত সেন তঞ্চঙ্গ্যা, যুগ্ম আহ্বায়ক মংক্যওয়াই মারমা, মংচনু মারমাসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow