ফরিদপুরের মধুখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত

পার্থ রায়, মধুখালী প্রতিনিধি, ফরিদপুরঃ
Oct 15, 2025 - 23:50
 0  3
ফরিদপুরের মধুখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ উপলক্ষে ফরিদপুরের মধুখালীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ তানভীর নাইম। এছাড়াও জনস্বাস্থ্য অফিসের সহকারী মোঃ ইমরুল হুসাইন, মোঃ কামরুজ্জামান, মির্জা ফারজাদ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী (বিসিএস) মোহাম্মদ লুৎফর রহমান।

বক্তারা বলেন, “সঠিকভাবে হাত ধোয়া একটি সহজ কিন্তু অত্যন্ত কার্যকর স্বাস্থ্যকর অভ্যাস। এটি সংক্রামক রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

দিনব্যাপী এ কর্মসূচির মাধ্যমে সচেতনতা বৃদ্ধিতে অংশ নেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও সাধারণ মানুষ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow