ফরিদপুরের আলফাডাঙ্গায় পৌর যুবদলের ঝাড়ু মিছিল, খন্দকার নাসিরুল ইসলামের মনোনয়নকে ‘ভুয়া দাবি’ করে প্রতিবাদ

ফরিদপুরের আলফাডাঙ্গায় খন্দকার নাসিরুল ইসলামের মনোনয়নকে ‘ভুয়া দাবি’ আখ্যা দিয়ে প্রতিবাদ জানাতে ঝাড়ু মিছিল করেছে পৌর যুবদল। বুধবার (১৫ অক্টোবর) বিকেলে পৌর যুবদলের আহ্বায়ক সৈয়দ মিজানুর রহমানের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে পৌর যুবদল, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে সৈয়দ মিজানুর রহমান বলেন, “আমরা দলের প্রতি অনুগত এবং নীতির প্রশ্নে আপসহীন। ভুয়া মনোনয়ন আমরা কখনও মেনে নেব না। আমাদের আন্দোলন শান্তিপূর্ণ হলেও আমরা জনগণের স্বার্থে দৃঢ় অবস্থানে আছি।”
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নজরুল ইসলাম, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইমরান হোসেন, শ্রমিক দলের সভাপতি মাহমুদুল হাসান ইয়াদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম সোহাগ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুকিনুর রহমান, বানা ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ রতন হাদী এবং পাচুড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি শাহজাহান।
চৌরাস্তায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা দলীয় ঐক্য রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং ভুয়া মনোনয়নের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
What's Your Reaction?






