সদরপুরে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
ফরিদপুরের সদরপুর উপজেলায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ উদযাপনকে সামনে রেখে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় আসন্ন রাষ্ট্রীয় দিবস দুটি যথাযোগ্য মর্যাদায় পালনের বিভিন্ন কর্মসূচি চূড়ান্ত করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওন। এতে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, সদরপুর থানার সেকেন্ড অফিসার মোখলেসুর রহমান, সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, বীর মুক্তিযোद्धা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ— যেমন বিএনপি, জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতারা। এছাড়াও উপস্থিত ছিলেন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা।
সভায় জাতীয় দুইটি গুরুত্বপূর্ণ দিবস শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণভাবে উদযাপনে কর্মসূচির খসড়া উপস্থাপন করা হয়। চূড়ান্ত কর্মসূচির মধ্যে রয়েছে— জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, শহীদ বুদ্ধিজীবী ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদনসহ বিভিন্ন আনুষ্ঠানিক আয়োজন।
বক্তারা বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস জাতির ইতিহাসে গৌরব, আত্মত্যাগ ও মুক্তির চেতনার প্রতীক। দিবসগুলো সঠিক মর্যাদায় পালন জাতির দায়িত্ব এবং সকলের সম্মিলিত সহযোগিতা এ ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজন।
সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওন উপস্থিত সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং দায়িত্বশীলভাবে কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান।
What's Your Reaction?
নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ