নওগাঁর আত্রাইয়ে দুর্গাপূজা উপলক্ষে সম্প্রীতির মেলবন্ধন

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Sep 25, 2025 - 16:59
 0  8
নওগাঁর আত্রাইয়ে দুর্গাপূজা উপলক্ষে সম্প্রীতির মেলবন্ধন

আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে নওগাঁর আত্রাই উপজেলার ৪ নং পাঁচুপুর ইউনিয়ন পরিষদে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে এক শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এই সভায় শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের উপর গুরুত্বারোপ করা হয়।

পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নওগাঁ-০৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ খবিরুল ইসলামের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন ইউনিয়ন পরিষদের সহকারী সচিব বিপ্লব।

সভায় বক্তারা বলেন, দুর্গাপূজা কেবল হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি বাঙালির সার্বজনীন ঐতিহ্যের অংশ। তাই এই উৎসবকে নির্বিঘ্নে পালন করার জন্য সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

সভাপতির বক্তব্যে মোঃ খবিরুল ইসলাম এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি আশ্বাস দেন যে, দুর্গাপূজা সুষ্ঠু ও নিরাপদে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পাঁচুপুর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ জহুরুল ইসলাম, ইউপি সদস্য আবুল কালাম আজাদ, সংরক্ষিত মহিলা সদস্য পিয়ারা বেগম, সার্বজনীন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্রী বরুণ কুমার, অ্যাডভোকেট সনৎ কুমার প্রামানিক এবং স্বপন কুমার।

সভায় উপজেলার ৫১টি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। তারা পূজা আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, নওগাঁর আত্রাই উপজেলায় এ বছর দুর্গাপূজাকে ঘিরে ব্যাপক প্রস্তুতি চলছে। প্রতিমা শিল্পীরা দেবী দুর্গাসহ অন্যান্য দেব-দেবীর মূর্তি তৈরিতে শেষ মুহূর্তের ব্যস্ত সময় পার করছেন। উপজেলা প্রশাসনও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সভা করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow