বান্দরবানের রোয়াংছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ছাই হলো বসতবাড়ি

বান্দরবান সদর উপজেলার জামছড়ি ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, সকাল সাড়ে দশটার দিকে ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মুরুংক্ষ্যং পাড়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
বাড়ির মালিক উচমং মারমা জানান, পরিবারের সদস্যরা সকালে কাজে বেরিয়েছিলেন। দুপুরের দিকে তিনি নিজের বাড়িতে আগুন লাগার খবর পান। খবর পেয়ে দ্রুত ছুটে এসে দেখেন তার সবকিছু পুড়ে শেষ হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তিনি আরও বলেন, "ঘরে থাকা আসবাবপত্রসহ প্রয়োজনীয় সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।"
স্থানীয় বাসিন্দারা জানান, তারা হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে ঘটনাস্থলে ছুটে যান। কিন্তু বাড়ির প্রবেশপথ সংকীর্ণ হওয়ায় আগুন নেভানোর কাজে বেগ পেতে হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আশেপাশের বাড়ির লোকজনও আতঙ্কিত হয়ে পড়েন।
খবর পেয়ে পাড়াবাসী ও পার্শ্ববর্তী এলাকার লোকজন প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তার আগেই বাড়ির সবকিছু পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা সুলতানা খান হিরামনি ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় ৬নং জামছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যসিংশৈ মারমাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে ইউএনও ক্ষতিগ্রস্ত পরিবারকে জরুরি সহায়তা হিসেবে তিন বস্তা চাল, তিনটি কম্বল, তিন লিটার তেল, লবণসহ বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করেন। এই আকস্মিক দুর্যোগে পরিবারটি সহায়-সম্বলহীন হয়ে পড়েছে।
What's Your Reaction?






