সাইবুর-তাহমিদের নেতৃত্বে পদ্মা ছাত্রকল্যাণ সংঘ

আলী আকবর শুভ, কুবি প্রতিনিধি, কুমিল্লাঃ
Sep 24, 2025 - 11:46
 0  9
সাইবুর-তাহমিদের নেতৃত্বে পদ্মা ছাত্রকল্যাণ সংঘ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মাদারীপুর, ফরিদপুর ও গোপালগঞ্জ জেলার শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন “পদ্মা ছাত্রকল্যাণ সংঘ”-এর আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে লোক প্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইবুর রহমানকে সভাপতি এবং পরিসংখ্যান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. তাহমিদকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) পদ্মা ছাত্রকল্যাণ সংঘের সদ্য বিদায়ী সভাপতি রেজওয়ান হক সজীব এবং সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাধারণ সম্পাদক মো. তাহমিদ বলেন, “এই সংগঠন আমাদের পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্বের স্থান। ইনশাআল্লাহ সকল শিক্ষার্থীর সহযোগিতা ও ভালোবাসা নিয়ে আমরা কল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করে তুলবো।”

সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি সাইবুর রহমান বলেন, “মাদারীপুর, ফরিদপুর এবং গোপালগঞ্জের সমন্বয়ে আমাদের পদ্মা ছাত্রকল্যাণ সংঘ। সভাপতি হিসেবে আমি চেষ্টা করবো সংগঠনের কার্যক্রমে আরও গতিশীলতা আনতে। সেই উদ্দেশ্যে সদস্যদের আকাঙ্ক্ষার ভিত্তিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।”

উল্লেখ্য, পূর্ণাঙ্গ কমিটি আগামী ১৫ দিনের মধ্যে ঘোষণা করবে। এবং আগামী এক বছরের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow