‘নদী বাঁচাও, প্রকৃতি বাঁচাও, দেশ বাঁচাও’ স্লোগানে ফরিদপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিজ্ঞান আন্দোলন মঞ্চ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) সকাল ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
‘নদী বাঁচাও, প্রকৃতি বাঁচাও, দেশ বাঁচাও’ এই স্লোগানে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা আহ্বায়ক সজল বাড়ৈ এবং সঞ্চালনায় ছিলেন সদস্য কৌশিক অধিকারী। কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা সহযোগী অধ্যাপক লিয়াকত হোসেন হিমু ও সদস্য কে এম আবদুল্লাহ আবিদ।
এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলেজ শিক্ষক অনুপম নন্দি, মিফতি ইসলাম, শেখ নাঈম, তৃষ্ণা ইসলাম, ইয়াসির আরাফাতসহ অনেকে।
বক্তারা বলেন, “১৯৭২ সালের ৫ জুন জাতিসংঘের মানবিক পরিবেশ সম্মেলনের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস ঘোষিত হয়। কিন্তু আজকের দিনে উদ্বেগের বিষয় হচ্ছে, দিবস পালনের সংখ্যা বাড়লেও পরিবেশ বিপর্যয়ের মাত্রাও বেড়েছে। বিশ্বে কার্বন নিঃসরণ ভয়াবহ হারে বৃদ্ধি পেয়েছে, যা গত বছর প্রায় ১ কোটি ৩৩ লাখ টনে পৌঁছেছে।”
তাঁরা বলেন, “যুদ্ধ ও পারমাণবিক শক্তির বিস্তারের কারণে প্রকৃতি আজ বিপর্যস্ত। আন্তর্জাতিক নদীগুলোর প্রবাহ ব্যাহত হচ্ছে উজান দেশের বাঁধ নির্মাণের কারণে। এতে ভাটির দেশ বাংলাদেশে নদীর পানির প্রবাহ কমে যাচ্ছে, নদী হয়ে উঠছে দখল ও দূষণের শিকার। পানির অভাবে অনেক নদীই এখন মৃতপ্রায়।”
বক্তারা আরও বলেন, “অপরিকল্পিত শিল্পায়ন ও শহরায়নের ফলে নদী, খাল ও জলাশয় হারিয়ে যাচ্ছে। নদীগুলো এখন বৃহৎ ড্রেনে পরিণত হয়েছে। শিল্পবর্জ্য, পলিথিন ও আবর্জনার কারণে শুধু নদী নয়, সমুদ্রও দূষিত হচ্ছে। ধ্বংস হচ্ছে জলজ প্রাণীর প্রজনন ব্যবস্থা। দেশীয় প্রজাতির প্রায় ১০০ রকম মাছ বিলুপ্তির পথে।”
নেতৃবৃন্দ বাংলাদেশকে মরুকরণের হাত থেকে রক্ষায় নদী বাঁচানোর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। তাঁরা বলেন, “ভারত থেকে আসা ৫৪টি নদীর মধ্যে ৫১টিতেই একতরফাভাবে বাঁধ নির্মাণ করা হয়েছে। এ অবিচারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। ফারাক্কা, গজলডোবা ও তিস্তা ব্যারেজসহ সব বাঁধ অপসারণে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে হবে।”
মানববন্ধন শেষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। বক্তারা ভবিষ্যতেও পরিবেশ রক্ষায় জনসচেতনতা বাড়াতে ধারাবাহিকভাবে কর্মসূচি পালনের ঘোষণা দেন।
What's Your Reaction?
জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ