দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে আলফাডাঙ্গায় প্রস্তুতি সভা

কবির হোসেন, আলফাডাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
Sep 17, 2025 - 15:56
 0  7
দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে আলফাডাঙ্গায় প্রস্তুতি সভা

ফরিদপুরের আলফাডাঙ্গায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই সভায় পূজাকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন। তিনি বলেন, 'ধর্ম যার যার, উৎসব সবার' - এই নীতিতে বিশ্বাসী হয়ে প্রশাসন পূজাকে ঘিরে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নজরদারি করবে। তিনি আরও জানান, পূজামণ্ডপগুলোতে সুষ্ঠুভাবে পূজা সম্পন্ন করার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে এবং এ বিষয়ে প্রশাসন সার্বিক সহযোগিতা দেবে।

ইউএনও রাসেল ইকবাল তার বক্তব্যে জানান, এ বছর আলফাডাঙ্গায় মোট ৪৩টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সব মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক থাকবে। তিনি পূজামণ্ডপের আয়োজকদের যেকোনো প্রয়োজনে দ্রুত প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখার অনুরোধ করেন।

সহকারী কমিশনার (ভূমি) এ.কে.এম রায়হানুর রহমান পূজা উৎসবকে বাঙালির ঐতিহ্যের অংশ হিসেবে উল্লেখ করে বলেন, পূজামণ্ডপগুলোর ভূমি সংক্রান্ত বা অন্য কোনো সমস্যা দ্রুত সমাধানের জন্য ভূমি প্রশাসন প্রস্তুত আছে, যাতে পূজার আয়োজনে কোনো বিঘ্ন না ঘটে।

আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজালাল আলম পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত না করার হুঁশিয়ারি দেন। তিনি জানান, মণ্ডপগুলোতে সার্বক্ষণিক পুলিশের টহল থাকবে এবং পূজার আগে ও পরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার বিশ্বাস প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সবার সহযোগিতায় শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের আশা প্রকাশ করেন।

সভায় আরও বক্তব্য দেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ভবেন বাইন, ফায়ার সার্ভিসের স্টেশন লিডার কহিনুর ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপির কর্মকর্তা মো. শামসুজ্জামান এবং পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুন্ডু।

সভা শেষে আসন্ন দুর্গাপূজা উদযাপনের জন্য উপজেলার ৪৩টি পূজামণ্ডপে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে বরাদ্দকৃত ৫০০ কেজি করে চালের ডিও (চালানপত্র) প্রদান করা হয়। সভাটি পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow