খোকসায় দিনে-দুপুরে দুঃসাহসিক চুরি

কুষ্টিয়ার খোকসায় দিনে-দুপুরে বাড়ির তালা ভেঙে চুরির সময় হাতেনাতে দুইজনকে আটক করেছে স্থানীয় জনতা। উত্তেজিত জনতা আটককৃতদের গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। আহত অবস্থায় ওই দুইজনকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা আনুমানিক ১১টার দিকে খোকসা থানা পাড়ায় এই চুরির ঘটনা ঘটে। মার্সেল শোরুমের স্বত্বাধিকারী শাহিনের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত শাহজাহান আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির মালিকের অনুপস্থিতিতে দুই চোর দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় বাড়িতে থাকা ভাড়াটিয়া মুন্নি আক্তার কনা চোরের উপস্থিতি টের পেয়ে চিৎকার শুরু করেন। তার চিৎকারে চোরেরা পালানোর চেষ্টা করলে এলাকাবাসী তাদের ধাওয়া করে। পরে খোকসা মডেল স্কুলের সামনে থেকে জনতা তাদের ধরে ফেলে এবং গণপিটুনি দেয়।
এলাকাবাসীর মধ্যে একজন, ভাড়াটিয়া শাওন, ক্ষোভ প্রকাশ করে বলেন, "থানার পাশেই আমাদের বসবাস, অথচ আমাদের কোনো নিরাপত্তা নেই।"
আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের দুজনের বাড়িই মাদারীপুর জেলায়। তাদের নাম চুন্নু শেখ (৪৫) এবং নুরুজ্জামান (৪৫) বলে জানা গেছে।
খোকসা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে চোরদের উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসার জন্য তাদের খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে খোকসা থানার দায়িত্বরত তদন্তকারী কর্মকর্তা সাংবাদিকদের জানান, আটককৃতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসা শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
What's Your Reaction?






