১২ ঘন্টার মধ্যে ছিনতাইকৃত ফোন উদ্ধারসহ তিন ছিনতাইকারী গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুরে এক সাংবাদিক দম্পতির উপর ভয়ঙ্কর ছিনতাইয়ের ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে মোহাম্মদপুর থানাধীন তিন রাস্তার মোড়ের পাশের গলিতে রিকশায় চলাকালীন অবস্থায় এক সাংবাদিক ও তার স্ত্রী ছিনতাইয়ের শিকার হন। ছিনতাইকারীরা চাপাতি হাতে তাদের পথরোধ করে এবং সাংবাদিকের ব্যবহৃত মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। এ সময় চাপাতির আঘাতে আহত হন ওই সাংবাদিক।
পরে ভুক্তভোগী মোহাম্মদপুর থানায় বিষয়টি জানালে তৎপরতা শুরু করে থানা পুলিশ ও তেজগাঁও বিভাগের ডেপুটি পুলিশ কমিশনারের নেতৃত্বে একটি বিশেষ অভিযানিক দল। অভিযান চালিয়ে শুক্রবার (২৫ জুলাই) দিনের মধ্যেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—ইউসুফ (২৬), সিয়াম (২৩) ও জহুরুল (২২)।
মোহাম্মদপুর থানা সূত্র জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে ইউসুফ মূল ছিনতাইকারী এবং পূর্বে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অভিযানের সময় তাদের হেফাজত থেকে ছিনতাইকৃত মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে ডিএমপি’র এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, “ঘটনাটি খুবই স্পর্শকাতর হওয়ায় দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। আমরা ছিনতাইকারীদের বিরুদ্ধে ‘ডাকাতি’ ধারায় মামলা নিচ্ছি এবং অন্যান্য সহযোগী অপরাধীর খোঁজে অভিযান অব্যাহত রয়েছে।”
অন্যদিকে, ছিনতাইয়ের ঘটনা সংঘটিত হওয়ার সময় দায়িত্বে অবহেলার অভিযোগে মোহাম্মদপুর থানার চার পুলিশ সদস্যকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। এদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সাংবাদিক মহলে এই ঘটনায় চরম উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত বিচার ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
What's Your Reaction?






