ফরিদপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি বিতরণ

জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
Jul 25, 2025 - 17:53
 0  13
ফরিদপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি বিতরণ

ফরিদপুরে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও সংবর্ধনা প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংগঠন স্টুডেন্ট'স ওয়েলফেয়ার ফান্ড (SWF)।

শুক্রবার (২৫ জুলাই) ফরিদপুর সদর উপজেলার হাজার বিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে ২০২৫ সালের এসএসসি/সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত দরিদ্র শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। উল্লেখ্য, এই শিক্ষার্থীরা বর্তমানে উচ্চ মাধ্যমিকে অধ্যয়নরত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ‘সাহিত্যের ফেরিওয়ালা’ খ্যাত অধ্যাপক মো. আলতাফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন যমুনা টেলিভিশন ও দৈনিক ইত্তেফাকের ফরিদপুর জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম হিমেল, প্রথম আলোর প্রতিনিধি পান্না বালা এবং এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি সাদ্দাম হোসেন সোহান।

বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষাবৃত্তির অর্থ যেন শুধুমাত্র শিক্ষার কাজেই ব্যয় হয়।” পাশাপাশি তারা সরকারের বিভিন্ন শিক্ষাবান্ধব পদক্ষেপের কথা তুলে ধরেন এবং শিক্ষার্থীদের কারিগরি ও ব্যবহারিক শিক্ষায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, “শুধু সার্টিফিকেট নয়, একজন আদর্শ মানুষ হয়ে সমাজে অবদান রাখাটাই শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত।”

অভিভাবকদের উদ্দেশ্যেও অতিথিবৃন্দ গুরুত্বপূর্ণ বার্তা দেন। তারা বলেন, “সন্তানের লেখাপড়ার প্রতি উৎসাহ বাড়াতে পরিবারের ভূমিকাই সবচেয়ে বড়। পরিবার থেকেই গড়ে ওঠে একজন শিক্ষার্থীর আত্মবিশ্বাস।”

আয়োজক সংস্থা SWF ভবিষ্যতেও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পাশে থেকে এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার করে।

সমাপ্তি বক্তব্যে অতিথি ও অভিভাবকেরা সংগঠনের এ মহতী উদ্যোগের জন্য কৃতজ্ঞতা ও সাধুবাদ জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow