ধামইরহাট সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান: ট্রাক্টরভর্তি কাঠসহ ৫ চোরাকারবারি আটক

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Jul 26, 2025 - 18:51
 0  3
ধামইরহাট সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান: ট্রাক্টরভর্তি কাঠসহ ৫ চোরাকারবারি আটক

সীমান্তের গভীর আঁধার ভেদ করে ভারতে লক্ষ লক্ষ টাকার মূল্যবান কাঠ পাচারের এক বড় ছক ভেস্তে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নওগাঁর ধামইরহাট সীমান্তে পরিচালিত এক শ্বাসরুদ্ধকর অভিযানে বিজিবি একটি ট্রাক্টরসহ পাঁচজন চোরাকারবারিকে আটক করেছে।

পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৬ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে এই অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ২৬০ থেকে মাত্র এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে, ধামইরহাট উপজেলার শিমুলতলী ব্রিজ এলাকায় পাচারকারীরা ৬৩ সিএফটি আকাশমনি কাঠ একটি সোনালিকা ট্রাক্টরে বোঝাই করে ভারতের দিকে অগ্রসর হচ্ছিল। এসময় বিজিবি সদস্যরা তাদের ঘিরে ফেলে এবং হাতেনাতে আটক করে।

আটককৃত চোরাকারবারিরা হলো- ধামইরহাট উপজেলার চকহরিপুর গ্রামের শ্রী অমল চন্দ্র বর্মণ, শ্রী লিটন বর্মণ, শ্রী নরেশ বর্মণ এবং সেলিমপুর গ্রামের মো. রফিকুল ইসলাম ও উদয়শ্রী গ্রামের মো. হামিদুল ইসলাম।

বিজিবির একটি সূত্র জানায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে সীমান্ত পথে কাঠসহ বিভিন্ন সামগ্রী ভারতে পাচার করে আসছিল। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বস্তাবর বিওপির একটি বিশেষ দল এই ঝটিকা অভিযান পরিচালনা করে তাদের আটক করতে সক্ষম হয়।

আটককৃতদের বিরুদ্ধে ধামইরহাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করে পুলিশে সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত কাঠগুলো ধামইরহাট বনবিভাগে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, "নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে মাদক, গরু, কাঠসহ যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ পারাপারের বিরুদ্ধে ১৪ বিজিবি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আমাদের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে এবং সীমান্তে কোনো প্রকার রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow