আশুলিয়া গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বাস্থ্যসেবা ও বৃক্ষরোপণ

মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
Jul 26, 2025 - 18:58
 0  5
আশুলিয়া গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বাস্থ্যসেবা ও বৃক্ষরোপণ

সমাজের প্রতি দায়বদ্ধতা এবং মানুষের প্রতি ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো আশুলিয়া গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশন। নিজেদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে তারা বেছে নিলো এক ব্যতিক্রমী পথ—বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান ও বৃক্ষরোপণ। এই মহতী উদ্যোগের মাধ্যমে সংগঠনটি কেবল বর্ষপূর্তিই পালন করেনি, বরং স্থানীয় মানুষের মনে মানবিকতার এক গভীর ছাপ ফেলেছে।

শনিবার (২৬ জুলাই, ২০২৫) আশুলিয়া ইউনিয়নের কাঠগড়া দুর্গাপুর মন্ডলপাড়ার প্রফেসর শহীদুল্লাহ স্কুল প্রাঙ্গণ দিনভর ছিল সাধারণ মানুষের আনাগোনায় মুখর। এখানেই তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক দিনব্যাপী এলাকার শত শত মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও সেবা প্রদান করেন।

বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে এই মহতী সেবায় অংশ নেন সংগঠনের সহ-সভাপতি ডাঃ মেহেদী হাসান আজাদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মাসুদ রানা এবং সদস্য ডাঃ তুষার আহমেদ। তাদের আন্তরিক সেবায় হাসি ফুটেছে বহু সাধারণ মানুষের মুখে।

একই সাথে, প্রতিষ্ঠাবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে এবং পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখতে সংগঠনের সদস্যরা স্কুল প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। সবুজের এই উদ্যোগ যেন সুস্থ সমাজের প্রতীক হয়ে ওঠে।

এই মহতী আয়োজনে উপস্থিত থেকে আয়োজকদের উৎসাহিত করেন আশুলিয়া গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা প্রফেসর মোঃ শহীদুল্লাহ এবং মোঃ মোজাম্মেল। এছাড়াও সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম আমিরুল ইসলাম আসিফ, সিনিয়র সহ-সভাপতি আঃ রশিদ পলান, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন আবীরসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্য ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় এই ব্যতিক্রমী আয়োজন সফলভাবে সম্পন্ন হয়, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow