আশুলিয়ায় ৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা জেলার আশুলিয়ায় বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে আশুলিয়া থানাধীন পূর্ব ডেন্ডাবর এলাকার পল্লীবিদ্যুৎ সংলগ্ন স্থান থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান পিপিএম-এর নির্দেশনায় গঠিত ডিবি (উত্তর) এর একটি চৌকস টিম।
গ্রেফতারকৃত আসামির নাম মোঃ আবুল কালাম (৫৬)। তার পিতার নাম মৃত হাফিজ উদ্দিন সরকার ও মাতার নাম মৃত বসিরন। তিনি মূলত নওগাঁ জেলার পত্নীতলা থানার মধইল গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে গাজীপুরের কোনাবাড়ী কাঁচাবাজার এলাকায় বসবাস করছিলেন।
আটকের সময় তার হেফাজত থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
What's Your Reaction?






