মাগুরায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও সহায়ক উপকরণ বিতরণ

প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তার লক্ষ্যে মাগুরায় হুইলচেয়ারসহ বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করেছেন জেলা প্রশাসক মোঃ রহিদুল ইসলাম। বৃহস্পতিবার (২৪ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভার অর্ধশতাধিক প্রতিবন্ধী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোঃ রহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজ হাতে এই উপকরণ বিতরণ করেন। মাগুরা সদর উপজেলায় ৩২টি, শ্রীপুরে ১০টি, মহম্মদপুরে ২০টি হুইলচেয়ার ও একটি সাদাছড়ি এবং শালিখায় ১০টি হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। পৌর এলাকায় হুইলচেয়ার ছাড়াও বিতরণ করা হয়েছে ট্রাইসাইকেল, ওয়াকার, সাদাছড়ি, অক্সালারি ক্র্যাস, কর্ণার চেয়ারসহ নানা সহায়ক উপকরণ।
মোট বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল ৮০টি হুইলচেয়ার, ১০টি ট্রাইসাইকেল, ৪টি অক্সালারি ক্র্যাস, ২টি স্মার্ট সাদাছড়ি, ১টি এলবোক্র্যাচ, ১টি কর্ণার চেয়ার ও ১টি ফোল্ডিং ওয়াকার।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, “প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। এই সহায়তা তাদের জীবনযাত্রাকে আরও স্বাভাবিক ও মর্যাদাপূর্ণ করতে সহায়ক ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সমাজসেবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?






