ফরিদপুরে ট্রাকের সংঘর্ষে তিনজন আহত

ফরিদপুর সদর উপজেলার ভুয়ারকান্দি বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনজন ব্যক্তি আহত হয়েছেন। শুক্রবার (২৫ জুলাই) সকাল ছয়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই তিনজন গুরুতর আহত হন।
আহতদের মধ্যে রয়েছেন জুলহাস (৪০), পিতা: ইশা মিয়া এবং তারা মিয়া (৪৫), পিতা: মৃত মালেক মিয়া — উভয়ের বাড়ি ফরিদপুরের মাঝকান্দি গ্রামে। এছাড়া আহত হন আমজাদ (১৮), পিতা: রবিউল, গ্রাম: পরীক্ষিতপুর, থানা: মধুখালী, জেলা: ফরিদপুর।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট প্রশাসন।
What's Your Reaction?






