ফরিদপুরের ভাঙ্গায় কীটনাশক ও সার বিক্রিতে অনিয়ম

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা বাজারে মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুদ ও অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে দুটি দোকানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দকৃত মেয়াদোত্তীর্ণ কীটনাশক ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান।
অভিযানে বাবলাতলা বাজারের ‘মেসার্স রেজাউল ট্রেডার্স’কে ৫ হাজার টাকা এবং চুমুরদী বাজারের ‘মাসুদ এন্ড গিয়াস ট্রেডার্স’কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় ইউএনও মোঃ মিজানুর রহমান বলেন, “কৃষকদের স্বার্থ রক্ষা ও ভেজালমুক্ত কৃষিপণ্য নিশ্চিত করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। মেয়াদোত্তীর্ণ কীটনাশক ও অতিরিক্ত দামে সার বিক্রি কোনোভাবেই সহ্য করা হবে না।”
অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোল্লা আল-মামুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাজী রমজান আলী, উপসহকারী কৃষি কর্মকর্তা যুগল বিশ্বাস ও দীপিকা দাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
What's Your Reaction?






