ফরিদপুরে নাবী পাটবীজ উৎপাদনকারী চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
ফরিদপুর পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (দ্বিতীয় সংশোধিত) প্রকল্প’-এর আওতায় নাবী পাটবীজ উৎপাদনকারী চাষীদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর সদর উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন ঢাকা পাট অধিদপ্তরের উপসচিব, উপপরিচালক ও উপ প্রকল্প পরিচালক সৈয়দ ফারুক আহম্মদ।
প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে চাষীদের প্রশিক্ষণ প্রদান করেন ফরিদপুর পাট গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ মজিবর রহমান। এছাড়াও সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আনোয়ার হোসেন ও পাট অধিদপ্তরের সহকারী পরিচালক ওমর ফারুক তালুকদার প্রশিক্ষক হিসেবে অংশ নেন। জেলার অন্যান্য কর্মকর্তাদের মধ্যে ছিলেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা তারেক মোঃ লুৎফুল আমিন এবং উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম।
প্রশিক্ষণ কর্মশালায় প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে উন্নত মানের পাটচাষ ও পাটবীজ উৎপাদনের কলাকৌশল, পাট চাষ, পাটবীজ সংরক্ষণ, জাগ ও আঁশ ছাড়ানোসহ পাটচাষের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭৫ জন পাট চাষী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ সমাপ্তির পর প্রশিক্ষণার্থীদের মধ্যে পাটের তৈরি ব্যাগ বিতরণ করা হয়।
What's Your Reaction?
জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ