নির্বাচনই সংকট উত্তরণের একমাত্র পথ: মীর সরফত আলী সপু

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু বলেছেন, দেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের যে স্থবিরতা চলছে, তা থেকে উত্তরণের একমাত্র উপায় হলো একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। তিনি একটি গোষ্ঠীর দ্বৈত নীতির সমালোচনা করে বলেন, তলে তলে রাজনৈতিক কার্যক্রম চালানো এবং গণমাধ্যমের প্রচারের জন্য আন্দোলনের ডাক দেওয়া কারো জন্যই মঙ্গলজনক নয়।
বৃহস্পতিবার দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা শিকদার মার্কেটের সামনে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলা মহিলা দল আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে অসহায় ও দুস্থদের মাঝে শাড়ি ও থ্রি-পিস বিতরণ করা হয়।
মীর সরফত আলী সপু বলেন, "বিএনপির রাজনীতি জনগণের সেবা করা এবং তাদের কথা বলা। আমরা মাঠে-ঘাটে মানুষের দুঃখ-দুর্দশার কথা শুনি। দেশের মানুষ এখন নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।" তিনি আরও যোগ করেন, একটি গোষ্ঠী ঢাকায় বসে বড় বড় কথা বললেও জনগণের পাশে এসে দাঁড়ায় না।
সিরাজদিখান উপজেলা মহিলা দলের সভাপতি হোসনে আরা খান শিখার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ডা. জাহিদুল কবির, মুন্সীগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনা ও সাধারণ সম্পাদক বিউটি আক্তার তৃষা।
এছাড়াও মুন্সীগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদ এবং সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সভাপতি সাফকাত হোসাইন রকিসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
What's Your Reaction?






