ফরিদপুরে ছাত্রদল নেতা নিলয়ের উপর হামলায় জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

ফরিদপুর জেলা প্রতিনিধি
Jul 27, 2025 - 21:24
 0  1
ফরিদপুরে ছাত্রদল নেতা নিলয়ের উপর হামলায় জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

ফরিদপুর মহানগর ছাত্রদলের ক্রীড়া সম্পাদক আহমেদ জুবায়ের নিলয়ের উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বেলা ১১টায় শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে নিলয়ের মা লায়লা বেগম বলেন, গত ২৫ জুলাই বেলা ২টার দিকে ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ আহমেদ সিজানের নেতৃত্বে ১৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহাজাদা খান তরঙ্গ এবং ফরিদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাবিল আহমেদ মুন্নাসহ আরও ৫-৬ জন অজ্ঞাত ব্যক্তি নিলয়ের বাড়িতে ঢুকে তাকে এবং তার পুত্রবধূকে মারধর করে। এরপর নিলয়কে জোরপূর্বক তুলে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।

পরবর্তীতে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তবে হামলার তিন দিন পার হলেও কোতোয়ালী থানা এখনও কোনো মামলা গ্রহণ করেনি বলে অভিযোগ করেন লায়লা বেগম। তিনি আরও জানান, পুলিশ হামলাকারীদের এখনও গ্রেফতার করেনি।

সংবাদ সম্মেলনে লায়লা বেগম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আহত নিলয়ের স্ত্রী তানজিলা খান ইশা, স্থানীয় এলাকাবাসী এবং গণমাধ্যমকর্মীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow