ভাঙ্গায় অজ্ঞাত বাসের চাপায় দুই সহোদরসহ মোটরসাইকেলের তিন আরোহী নিহত

সরোয়ার হোসেন, ভাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
Dec 7, 2025 - 13:59
 0  7
ভাঙ্গায় অজ্ঞাত বাসের চাপায় দুই সহোদরসহ মোটরসাইকেলের তিন আরোহী নিহত

ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত একটি দ্রুতগামী বাসের চাপায় দুই সহোদরসহ মোটরসাইকেলের তিন আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত সোয়া একটার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কের হামিরদী ইউনিয়নের মাধবপুর কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেলযোগে তিনজন ফরিদপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মাধবপুর এলাকায় পৌঁছালে বিপরীতমুখী অজ্ঞাতনামা একটি দ্রুতগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে চাপা দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। ঘটনাস্থলেই দুই আরোহী প্রাণ হারান। পরে গুরুতর আহত অপরজনকে স্থানীয়রা উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন—কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার সদকী মোহাম্মদপুর এলাকার করিম মণ্ডলের দুই ছেলে সুমন মণ্ডল (২৫) ও ইমন মণ্ডল (২২) এবং একই এলাকার শাহিন মণ্ডলের ছেলে আশিক মোল্লা (২২)।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠায়। মোটরসাইকেলটি থানা হেফাজতে রাখা হয়েছে বলে তিনি জানান। অজ্ঞাত যানটি শনাক্তে পুলিশের প্রচেষ্টা চলছে।

তিনি আরও বলেন, রবিবার (৭ ডিসেম্বর) সকালে নিহত তিনজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow