কেউ দুর্নীতি করলে তাকে পুলিশে ধরিয়ে দিন’ - শামা ওবায়েদ
দলীয় নাম ভাঙিয়ে কেউ যদি চাঁদাবাজি, টেন্ডারবাজি বা কোনো ধরনের অনিয়মে লিপ্ত হয়, তবে তাকে আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামে আয়োজিত এক দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মো. ইব্রাহিম মোল্যার বাড়িতে এই সভার আয়োজন করা হয়।
দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে শামা ওবায়েদ বলেন, ‘‘আমি যদি আমার বাবার (কেএম ওবায়দুর রহমান) যোগ্য সন্তান হয়ে থাকি, তবে কাউকে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলবাজি করতে দেব না। কেউ দুর্নীতি করলে তাকে সরাসরি পুলিশে ধরিয়ে দিন। কারো অন্যায়ের দায়ভার আমি নেব না। আমার বাবার অর্জিত সম্মান আমি নষ্ট হতে দেব না।’’
তিনি আরও বলেন, ‘‘বিএনপি সর্বদা দেশের মানুষের সেবা করে যাচ্ছে। ধানের শীষ অত্যন্ত পবিত্র একটি প্রতীক, এই প্রতীকের বদনাম আমি হতে দেব না। আমাদের সৎপথে থেকে জীবিকা নির্বাহ করতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকলে সব ভালো কাজই করা সম্ভব।’’
সালথা উপজেলার উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে শামা ওবায়েদ বলেন, ‘‘আপসহীন জননেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কারণেই আজ সালথা উপজেলার অস্তিত্ব। ২০০১ সালে প্রধানমন্ত্রী থাকাকালে তিনি এখানে এসে জনসভা করেন এবং সালথাকে উপজেলা ঘোষণা করেন। এরপর আমার বাবা সাবেক মন্ত্রী মরহুম কেএম ওবায়দুর রহমানের নেতৃত্বে উপজেলা পরিষদ গঠিত হয়। তাই আমরা সালথাবাসী দেশনেত্রীর কাছে চিরঋণী।’’
ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, ‘‘আমার বাবা সালথা ও নগরকান্দার মানুষকে নিজের পরিবারের মতো দেখতেন। আমিও আপনাদের পাশে থাকতে চাই। আমার ইচ্ছা সালথায় একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল প্রতিষ্ঠা করা, যেখানে গরিব মানুষ স্বল্পমূল্যে চিকিৎসা পাবে। এছাড়া শিক্ষাখাতকে ঢেলে সাজানো এবং যুবসমাজ ও নারীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।’’
সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাশার আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, বিএনপি নেতা শাহিদুজ্জামান শাহিদ, মনির মোল্যা, সাবেক চেয়ারম্যান ইমামুল হোসেন তারা মিয়া, খন্দকার রেজাউর রহমান চয়ন, ইউপি সদস্য শাহজাহান মোল্যা প্রমুখ।
অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
What's Your Reaction?
জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ