ভাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু
ফরিদপুরের ভাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নীরব তালুকদার (১৫) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার কালামৃধা ইউনিয়নের দোলকুন্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নীরব ওই গ্রামের নাজির তালুকদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় অসতর্কতাবশত বিদ্যুতায়িত হয়ে পড়ে নীরব। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালামৃধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল মাতুব্বর বলেন, “নীরব সকালে একটি বাড়িতে বিদ্যুতের কাজ করছিল। অসতর্কতার কারণে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়ে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।”
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানজিরুল ইসলাম মামুন বলেন, “আজ দুপুর সাড়ে ১২টার দিকে নীরব নামের এক কিশোরকে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। আগেই তার মৃত্যু হয়েছিল।”
স্থানীয় এলাকায় এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।
What's Your Reaction?
সরোয়ার হোসেন, ভাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ