বিয়ের পর অভিনয়কে বিদায়, বিদেশে পাড়ি জমানোর পরিকল্পনা তানিয়া বৃষ্টির

ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় দিলেন এক বড় ঘোষণা। ছোট পর্দার এই সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি জানিয়েছেন, বিয়ের পর অভিনয় জগতকে বিদায় জানাবেন তিনি। শুধু তা-ই নয়, আগামী পাঁচ বছরের মধ্যে দেশ ছেড়ে বিদেশে স্থায়ী হওয়ার পরিকল্পনাও রয়েছে তাঁর। সম্প্রতি এক শুটিং সেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের ভবিষ্যৎ নিয়ে এই চাঞ্চল্যকর তথ্য দেন তিনি।
নিজের পরিকল্পনা নিয়ে তানিয়া বৃষ্টি বলেন, "বিয়ের পর অভিনয় থেকে অবসরে যাওয়ার চিন্তা আছে। আমার মনে হয় না, সংসার ও ক্যারিয়ার—এই দুটি বিষয় আমি একসঙ্গে চালিয়ে যেতে পারব। আগামী পাঁচ বছরে যতটুকু কাজ করার, তা মন দিয়ে করতে চাই। এরপর বিয়ে করে পুরোদস্তুর সংসারে মন দেব। সত্যি বলতে, ওইভাবে আর দেশে থাকার ইচ্ছা আমার নেই। দেশের বাইরে স্থায়ী হওয়ার ইচ্ছা রয়েছে। বাকিটা ভাগ্য নির্ধারণ করবে।"
অভিনয় জীবনের পাশাপাশি তানিয়া বৃষ্টির ব্যক্তিগত জীবন নিয়েও গুঞ্জনের শেষ নেই। সহশিল্পীদের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে তিনি বলেন, "যাদের সঙ্গে কাজ করি, তারা সবাই আমার খুব কাছের। তাই হয়তো গুজব ছড়ায়। মোশাররফ করিম ভাইয়ের সঙ্গে শুটিংয়ের সময়টা আমি দারুণ উপভোগ করি, তাঁর কাছ থেকে অনেক কিছু শিখি। আর নিলয় আলমগীর আমার ভাইয়ের মতো। শামীম হাসান সরকারের সঙ্গেও আমার খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, শুটিংয়ের বাইরেও আমরা নির্মাতাসহ অনেকেই একসঙ্গে আড্ডা দিই।"
উল্লেখ্য, ২০১২ সালে ভিট-চ্যানেল আই প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি পান তানিয়া বৃষ্টি। ২০১৫ সালে ‘ঘাসফুল’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তিনি। তবে কয়েক বছর ধরে নাটকেই থিতু হয়েছেন এবং পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা।
এর আগেও একবার সংসার পেতেছিলেন এই অভিনেত্রী। ২০১৭ সালে অস্ট্রেলিয়াপ্রবাসী সাব্বির চৌধুরীকে বিয়ে করলেও সেই সংসার এক বছরের বেশি টেকেনি। এরপর অভিনেতা আরশ খানের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন ছড়ালেও তিনি তা নাকচ করে দেন। সম্প্রতি অভিনেতা শামীম হাসান সরকারের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন জোরালো হলেও, চলতি বছরের এপ্রিলে শামীমের বিয়ের মাধ্যমে সেই গুঞ্জনেরও অবসান ঘটে।
What's Your Reaction?






