সন্তান প্রমাণ করলেই দেব ২৫ লাখ টাকা — তানজিন তিশা

বিনোদন ডেস্কঃ
Jul 6, 2025 - 16:27
 0  2
সন্তান প্রমাণ করলেই দেব ২৫ লাখ টাকা — তানজিন তিশা

শোবিজ অঙ্গনের আলোচিত নাম তানজিন তিশা। এবার আলোচনায় তিনি এক চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে—যা মুহূর্তেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অভিযোগ উঠেছে, তিনি নাকি এক সন্তানের মা! আর সেই দাবির বিপরীতে তিশা ঘোষণা দিয়েছেন—“যদি কেউ প্রমাণ করতে পারে আমি মা হয়েছি, তাকে ২৫ লাখ টাকা দেব।”

সম্প্রতি চিত্রনায়ক জায়েদ খানের উপস্থাপনায় একটি টক শোতে অংশ নিয়ে তিশা জানান, তিনি এখনও বিয়ে করেননি এবং ভবিষ্যতে সন্তান নেওয়ার ইচ্ছা পোষণ করেন। কিন্তু এই বক্তব্যের পরই চলচ্চিত্র নির্মাতা জাওয়াদ নির্ঝর সামাজিক যোগাযোগমাধ্যমে তিনটি ছবি প্রকাশ করে দাবি করেন—তানজিন তিশার একটি পুত্রসন্তান রয়েছে, এবং এই তথ্য তিশা গোপন রেখেছেন।

জাওয়াদ নির্ঝরের দাবি অনুযায়ী, ছবিগুলোতে দেখা যাওয়া শিশুটি তিশারই সন্তান, এবং সেই সন্তান বর্তমানে ঢাকায় তার দাদির কাছে থাকে। তিশার সাবেক স্বামী থাকেন দুবাইয়ে—এমন তথ্যও উল্লেখ করেছেন তিনি।

এর জবাবে তিশা এক আবেগঘন, তবে সাহসিকতায় ভরা ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন—
“যদি সত্যিই আমার লুকিয়ে রাখা সন্তান থাকে, তাকে আমার কাছে এনে দিন। বিনিময়ে ২০,০০০ ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ২৫ লাখ টাকা) দেব। আর না পারলে—নিজেই নিজেকে জুতা মারো!”

তিনি আরও জানান, যারা তার ভাগ্নে-ভাগ্নিকে নিয়ে তোলা ছবি বিকৃতভাবে প্রচার করছে, তারা ‘অসভ্য’ এবং ‘ভুঁইফোড় অনলাইন পোর্টালের’ ভুয়া উপার্জনকারী।

তিশার এই স্ট্যাটাসের পর নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। কেউ বলছেন—তিশা সাহসী ও সত্যবাদী, আবার কেউ বলছেন, বিতর্ক থেকে বেরিয়ে আসতে তিনি নাটকীয় কৌশল নিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow