আত্রাইয়ে বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব উদ্বোধন

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Jul 30, 2025 - 00:27
 0  1
আত্রাইয়ে বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব উদ্বোধন

বাংলা ভাষার পাশাপাশি শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষ করে তোলার লক্ষ্যে নওগাঁর আত্রাই উপজেলার বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে উদ্বোধন করা হয়েছে ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব।

মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ক্লাবটির উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। পরে কলেজ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি ও আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) মো. রাকিবুল হাসান।

অনুষ্ঠানে জানানো হয়, ক্লাবের আওতায় প্রতিষ্ঠানটির ইংরেজি বিষয়ের শিক্ষকরা প্রতি সপ্তাহে বিনা পারিশ্রমিকে আগ্রহী শিক্ষার্থীদের ইংরেজি ভাষা চর্চার সুযোগ করে দেবেন। এতে শিক্ষার্থীরা আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজিতে দক্ষ হয়ে ভবিষ্যতে চাকরির বাজারে আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, “ইংরেজি এখন একটি আন্তর্জাতিক যোগসূত্রের ভাষা। চাকরি, উচ্চশিক্ষা কিংবা বৈশ্বিক যোগাযোগে ইংরেজি দক্ষতার কোনো বিকল্প নেই। প্রতিটি স্কুল-কলেজে এমন ক্লাব চালু করা গেলে শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও সমৃদ্ধ হবে।”

তিনি আরও জানান, ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব গঠনের মতো উদ্যোগে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।

কলেজের অধ্যক্ষ মো. বুলবুল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস. এম. নাসির উদ্দিন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, সহকারী অধ্যক্ষ মো. সোহেল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বিয়ামের শিক্ষার্থীরা ইংরেজিতে বক্তৃতা ও বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজেদের দক্ষতা তুলে ধরে। পরে কলেজের পক্ষ থেকে জেলা প্রশাসকের হাতে একটি ক্রেস্ট তুলে দেওয়া হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow