মধুখালীতে নারীদের আত্মপ্রত্যয়ী করতে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু

পার্থ রায়, মধুখালী প্রতিনিধি, ফরিদপুরঃ
Sep 17, 2025 - 14:25
 0  14
মধুখালীতে নারীদের আত্মপ্রত্যয়ী করতে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু

ফরিদপুরের মধুখালী উপজেলায় নারীদের আত্মরক্ষা ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (মহিলা) শুরু হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে রবিবার (৭ সেপ্টেম্বর) থেকে সংস্থাটির নিজস্ব প্রাঙ্গণে এই প্রশিক্ষণ কার্যক্রম আরম্ভ হয়।

প্রশিক্ষণের অংশ হিসেবে আজ একটি বিশেষ সেশনে ক্লাস পরিচালনা করেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব আবু রাসেল। এসময় তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে শৃঙ্খলা, দেশপ্রেম এবং সামাজিক দায়িত্ববোধের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। তিনি বলেন, এই প্রশিক্ষণ নারীদের আত্মবিশ্বাসী করার পাশাপাশি গ্রামীণ নিরাপত্তা ও উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মিঠুন কুমার বিশ্বাস এবং প্রশিক্ষিকা ছাবিকুন নাহার শিলা, যারা প্রশিক্ষণের সার্বিক তত্ত্বাবধান করছেন।

এছাড়াও উপজেলা সহকারী আনসার কমান্ডার, বিভিন্ন ইউনিয়নের আনসার কমান্ডার এবং ভিডিপি দলনেতা ও দলনেত্রীবৃন্দ উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের উৎসাহিত করেন।

উল্লেখ্য, ৭ সেপ্টেম্বর শুরু হওয়া এই প্রশিক্ষণ কার্যক্রম আগামী ১৭ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সনদ বিতরণের মাধ্যমে শেষ হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow