ফরিদপুরে ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে কৃষি উদ্যোক্তার সংবাদ সম্মেলন

পার্থ রায়, মধুখালী প্রতিনিধি, ফরিদপুরঃ
Sep 28, 2025 - 17:20
 0  4
ফরিদপুরে ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে কৃষি উদ্যোক্তার সংবাদ সম্মেলন

নিজের এবং পরিবারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ‘ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক’ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলন করেছেন ফরিদপুরের মধুখালী উপজেলার কৃষি উদ্যোক্তা নাজমুল বিশ্বাস। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় মধুখালী প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ মনিরুজ্জামান মৃধা মন্নু। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগাট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

লিখিত বক্তব্যে নাজমুল বিশ্বাস জানান, জীবিকার তাগিদে তিনি ২০১২ সালে সিঙ্গাপুরে এবং ২০১৭ সালে ওমানে যান। প্রবাস জীবন শেষে ২০২১ সালে দেশে ফিরে তিনি কৃষি খামার এবং ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ব্যবসা শুরু করে সম্মানজনকভাবে জীবিকা নির্বাহ করছেন।

তিনি অভিযোগ করেন, গত ২৬ সেপ্টেম্বর ‘অগ্রযাত্রা’ নামক একটি ফেসবুক পেজে তাকে এবং তার দুই ভাইকে জড়িয়ে একটি মানহানিকর সংবাদ প্রকাশ করা হয়। ওই সংবাদে তাকে ‘হুন্ডি ও মাদক ব্যবসায়ী’ হিসেবে অভিহিত করা হয়, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে তিনি দাবি করেন।

নাজমুল বিশ্বাস বলেন, "এই সংবাদ আমার এবং আমার পরিবারের সামাজিক সম্মান ক্ষুণ্ণ করার একটি ঘৃণ্য ষড়যন্ত্র। আমার এক ভাই, ইমামুল ইসলাম মামুন, ২০১৩ সাল থেকে মালয়েশিয়ায় তার পরিবারসহ বসবাস করছেন। এই অবস্থায়, আমাদের তিন ভাইকে মাদক ব্যবসার সাথে যুক্ত করে সংবাদ প্রকাশ কতটা ভিত্তিহীন তা সহজেই অনুমেয়।"

তিনি আরও বলেন, এই ধরনের অপপ্রচার তাকে সামাজিক ও ব্যবসায়িকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়।

সংবাদ সম্মেলনে তিনি এই মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে এর পেছনের ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow