নওগাঁর রাণীনগরে পৃথক অভিযানে চুরি ও মাদক মামলায় ২ জন গ্রেপ্তার

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Oct 26, 2025 - 18:06
 0  3
নওগাঁর রাণীনগরে পৃথক অভিযানে চুরি ও মাদক মামলায় ২ জন গ্রেপ্তার

ওগাঁর রাণীনগরে পৃথক অভিযান চালিয়ে চুরি ও মাদক মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার পরিচালিত এই অভিযানে একজনের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে রোববার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান জানান, শনিবার উপজেলার বগারবাড়ী বাজারে একটি দোকানে চুরির চেষ্টার সময় স্থানীয় জনতা রাতুল হাসান লিমন (২১) নামে এক যুবককে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। রাতুল বগুড়ার আদমদীঘি উপজেলার ডহরপুর মন্ডলপাড়া গ্রামের মোজাফ্ফর হোসেনের ছেলে। এই ঘটনায় দোকানের মালিক মিজানুর রহমান বাদী হয়ে রাতেই একটি মামলা দায়ের করেছেন।

অপরদিকে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার সন্ধ্যায় উপজেলার মিরাট ধনপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় ৬০ গ্রাম গাঁজাসহ হবিবর মুন্সি (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। হবিবর একই গ্রামের কবির মুন্সির ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এলাকায় অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow