নওগাঁর আত্রাইয়ে প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে সহায়ক উপকরণ বিতরণ

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Sep 22, 2025 - 18:21
 0  4
নওগাঁর আত্রাইয়ে প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে সহায়ক উপকরণ বিতরণ

নওগাঁর আত্রাইয়ে প্রতিবন্ধী ও প্রতিবন্ধিতার ঝুঁকিতে থাকা ব্যক্তিদের মাঝে বিনামূল্যে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল আউয়াল। তিনি তার বক্তব্যে বলেন, "প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের সমাজেরই অবিচ্ছেদ্য অংশ। তাদের সম্মান ও মর্যাদার সঙ্গে জীবনযাপন করার অধিকার রয়েছে। সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে।" তিনি আরও বলেন, এই সহায়ক উপকরণগুলো যেন সঠিকভাবে ব্যবহার করা হয় এবং এর মাধ্যমে তাদের জীবনযাত্রার মান উন্নত হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, পল্লী উন্নয়ন অফিসার মো. তোফাজ্জল হোসেন মীর, যুব উন্নয়ন কর্মকর্তা এস.এম. নাসির উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা ও একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি.এম কামরুজ্জামান।

এদিন মোট ১৭টি সহায়ক উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়। এর মধ্যে ছিল ১৩টি হুইলচেয়ার, ১টি ট্রাইসাইকেল, ১টি কর্নার চেয়ার, ১টি স্মার্ট সাদাছড়ি এবং ১টি এলবো ক্রাচ। এই উদ্যোগের মাধ্যমে উপজেলার প্রতিবন্ধী ব্যক্তিরা দৈনন্দিন জীবনে আরও কিছুটা স্বাচ্ছন্দ্য পাবেন বলে আশা করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow