ভারতীয় কারাগারে পিরোজপুরের ১৩ জেলে

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পার্শ্ববর্তী চন্ডিপুরের একটি মাছ ধরার ট্রলার সাগরে গিয়ে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে ভাসতে ভারতের সীমানায় চলে যায়। এ সময় ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক হয়ে বর্তমানে ভারতের কারাগারে বিনা অপরাধে দিন কাটাচ্ছেন ট্রলারে থাকা ১৩ জন জেলে। এই জেলেদের পরিবারে চলছে শোকের মাতম।
জানা যায়, ১২ সেপ্টেম্বর আব্দুল মালেক ব্যাপারীর মালিকানাধীন ‘এমডি মায়ের দোয়া’ নামের একটি মাছ ধরার ট্রলার গভীর বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। চালনার খাড়ির বয়ার কাছে জাল ফেলার কিছু সময় পর ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়। ইঞ্জিন মেরামত করতে দেরি হওয়ায় পানির স্রোতে ট্রলারটি ১৩ জন জেলেসহ ভারতের সীমানায় চলে যায়। সেখানে টহলরত ভারতীয় কোস্টগার্ড ট্রলারে থাকা ১৩ জেলেকে আটক করে ভারতের কাটদ্বীপ জেলহাজতে প্রেরণ করে।
গ্রেফতারকৃত জেলেরা হলেন: ট্রলারের মাঝি মো. খোকন শেখ, খায়রুল বাসার মোল্লা, মিরাজ শেখ, তরিকুল ইসলাম, শহিদুল ইসলাম, আকরাম খান, ইউসুফ মোল্লা, রাজু শেখ, রাকিব শিকদার, মারুফ ব্যাপারী, আলামিন হাওলাদার, তরিকুল জমাদ্দার এবং শাহাদাত হোসেন। এই জেলেরা ইন্দুরকানী উপজেলার পার্শ্ববর্তী চন্ডিপুর, চাড়াখালী, উমেদপুর ও বাদুরা গ্রামের অধিবাসী। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর সকালে তাদেরকে ভারতের সীমানা থেকে আটক করা হয়।
আটককৃত নিরপরাধ জেলেদের ফিরিয়ে পাওয়ার জন্য সরকারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানিয়েছেন তাদের দরিদ্র ও অসহায় পরিবারগুলো। আটককৃতরা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তাদের অনুপস্থিতিতে পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে। তারা যাতে নিঃশর্ত মুক্তি পেয়ে পরিবারের কাছে ফিরে আসতে পারে, সেজন্য পরিবারগুলো সকলের সহযোগিতা কামনা করেছে।
What's Your Reaction?






