ভাঙ্গায় নাতনিকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দাদীর

ফরিদপুরের ভাঙ্গায় পানিতে ডুবে যাওয়া নাতনিকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে আঁখি বেগম (৬২) নামের এক দাদীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৭ আগস্ট) দুপুর ২টার দিকে তুজারপুর ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আঁখি বেগম ওই গ্রামের আব্দুর রব শেখের স্ত্রী। তিনি এক ছেলে ও দুই মেয়ের মা।
স্থানীয় ইউপি সদস্য তানভীর মাতুব্বর জানান, রবিবার দুপুর ১টার দিকে আঁখি বেগম তার নাতনি মিথিলা (৬)কে নিয়ে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যান। বর্ষায় পুকুর ও মাঠের পানি একাকার হয়ে যাওয়ায় জায়গাটিতে স্রোত সৃষ্টি হয়। হঠাৎ স্রোতে মিথিলা তলিয়ে গেলে তাকে বাঁচাতে আঁখি বেগম পানিতে ঝাঁপ দেন। এ সময় নাতনি জীবিত উদ্ধার হলেও আঁখি বেগম স্রোতে ভেসে যান।
পরে আধাঘণ্টা খোঁজাখুঁজির পর প্রায় ৩০ ফুট দূর থেকে তাকে উদ্ধার করে স্থানীয়রা। কিন্তু তখন তার মৃত্যু হয়।
What's Your Reaction?






