সদরপুরে নিখোঁজের চারদিন পর ভাঙ্গার হাসামদিয়া বিলে যুবকের লাশ উদ্ধার

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
Aug 18, 2025 - 06:59
 0  7
সদরপুরে নিখোঁজের চারদিন পর ভাঙ্গার হাসামদিয়া বিলে যুবকের লাশ উদ্ধার

ফরিদপুরের সদরপুর উপজেলায় নিখোঁজের চারদিন পর ভাঙ্গা উপজেলার হাসামদিয়া বিলে অর্ধগলিত অবস্থায় উদ্ধার হলো শেখ রেদোয়ান (২৭) নামের এক যুবকের লাশ। রোববার (১৭ আগস্ট) দুপুর ১২টার দিকে ভাঙ্গা থানার তুজারপুর ইউনিয়নের চাড়ালদিয়া গ্রামের হাসামদিয়া বিল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

ভাঙ্গায় এক যুবকের লাশ উদ্ধারের খবর পেয়ে সদরপুর থানায় নিখোঁজ হওয়া শেখ রেদোয়ানের পরিবার ভাঙ্গা থানায় গিয়ে লাশ শনাক্ত করেন। এ ঘটনায় ইতোমধ্যে একজনকে আটক করেছে র‍্যাব। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, আটক যুবক হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ সময় হত্যায় ব্যবহৃত ছুরি ও আলামতও জব্দ করা হয়।

ভাঙ্গা থানার উপ-পরিদর্শক রাম প্রসাদ জানান, উদ্ধার হওয়া লাশটির গলা কাটা, বুকের বাম পাশে ও পায়ের হাঁটুর নিচে কাটা জখম ছিল। লাশের পেটে দুটি জিআই তার দিয়ে দুটি মাটির বস্তা বাঁধা ছিল, যাতে লাশ ভেসে না ওঠে।

নিহত রেদোয়ানের পরিবার জানায়, গত ১৩ আগস্ট বিকেল ৫টার দিকে একটি জিক্সার মোটরসাইকেল ও একটি আইফোন নিয়ে বাড়ি থেকে বের হয় রেদোয়ান। এরপর থেকে সে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে রাত দুইটার দিকে তার মা রাবেয়া বেগম সদরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৫৪৯) দায়ের করেন। নিহত রেদোয়ান সদরপুর উপজেলার সাড়ে সাতরশি গ্রামের শেখ আবুবকর সোহেলের ছেলে। তিনি গাজীপুরে একটি বেসরকারি কলেজের বিএসসি বিভাগের ছাত্র ছিলেন।

এ বিষয়ে সদরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) সুকদেব রায় বলেন, “লাশটি রেদোয়ানের কি না তা ভাঙ্গা থানায় শনাক্তকরণের পর নিশ্চিত হওয়া যাবে।”

ভাঙ্গা থানার অফিসার ইন চার্জ (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, “প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow