ফেনী থেকে খালেদা জিয়ার নির্বাচনের ঘোষণা - আবদুল আউয়াল মিন্টু

নিজস্ব প্রতিবেদকঃ
Jul 30, 2025 - 17:35
 0  2
ফেনী থেকে খালেদা জিয়ার নির্বাচনের ঘোষণা - আবদুল আউয়াল মিন্টু

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অংশ নেবেন এবং ফেনী থেকে তার বিজয় সুনিশ্চিত – এমন জোরালো আশাবাদ ব্যক্ত করেছেন দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। একইসাথে, দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ফেব্রুয়ারির আগেও, এমনকি জানুয়ারিতেও নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন।

বুধবার (৩০ জুলাই) দুপুরে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আবদুল আউয়াল মিন্টু বলেন, "নির্বাচনে ফেনীর অতীত ইতিহাস সকলের জানা। ইনশাআল্লাহ, সুষ্ঠু নির্বাচন হলে এখানে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে।" তিনি আরও বলেন, "আমাদের দলের নেত্রী বেগম খালেদা জিয়া এখন সুস্থ আছেন এবং তিনি জাতীয় নির্বাচনে অংশ নেবেন। তাই নির্বাচন নিয়ে ফেনীতে আমাদের কোনো চিন্তা নেই।"

বিএনপির এই শীর্ষ নেতা নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়েও কথা বলেন। তিনি জানান, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে আলোচনা হয়েছে এবং সেই আলোচনার ভিত্তিতে একটি যৌথ বিবৃতিও দেওয়া হয়েছিল। মিন্টু বলেন, "আমরা অন্তর্বর্তী সরকারের আশ্বাসে আস্থা রাখতে চাই যে, আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে।"

তবে তিনি দ্রুত নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনার কথাও তুলে ধরেন। তিনি বলেন, "দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ফেব্রুয়ারির আগেও নির্বাচন হয়ে যেতে পারে। হয়তো জানুয়ারিতেও হতে পারে।" এর কারণ হিসেবে তিনি সুপ্রিম কোর্টে বিচারাধীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত একটি মামলার কথা উল্লেখ করেন।

দীর্ঘদিন ধরে বিএনপি সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন সংগ্রাম করে আসছে উল্লেখ করে মিন্টু বলেন, একটি দেশের সরকার জনগণের কাছে দায়বদ্ধ না থাকলে তারা কখনো ভালো কাজ করতে পারে না। তিনি দ্রুত একটি অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow