শ্রীনগরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণে এমপি প্রার্থী মমিন আলী
মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকাল ১০টা থেকে দিনব্যাপী উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের ভাগ্যকুল বাজার, বালাশুর চৌরাস্তা, আল আমিন বাজার ও বাঘড়া বাজার এলাকায় দোকানদার, অটোরিকশা চালক, পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে লিফলেট তুলে দেন মুন্সীগঞ্জ-১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মমিন আলী।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী দেলোয়ার হোসেন, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ভাগ্যকুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল তালুকদার, রাঢ়ীখাল ইউনিয়ন বিএনপির সভাপতি কফিল বেপারী, শ্রীনগর পৌর বিএনপির সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, বীরতারা ইউনিয়ন বিএনপির সভাপতি সোহবার হোসেন, বিএনপি নেতা আঃ হাই তালুকদার, যুবদল নেতা শহিদুল, স্বাধীন, আল আমিন, নাঈম লস্কর, প্রিন্স এবং ছাত্রনেতা লিমন মোল্লা ও হাসিব প্রমুখ।
লিফলেট বিতরণকালে মমিন আলী বলেন, “দেশে সুশাসন ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই। জনগণ এই দফাগুলোর সঙ্গে একাত্মতা প্রকাশ করছে।”
What's Your Reaction?
এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ