ঢাকায় অগ্নিকাণ্ড নির্বাচন বানচালের ষড়যন্ত্র কি না, খতিয়ে দেখার দাবি মীর সপুর
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজধানী ঢাকায় সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনা কোনো গভীর ষড়যন্ত্রের অংশ কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। তিনি সন্দেহ প্রকাশ করেছেন, নির্বাচন বানচাল করতেই হয়তো একটি মহল পরিকল্পিতভাবে এই অস্থিতিশীলতা তৈরি করছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দামলা গ্রামে নিজ বাসভবনে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি জানান।
মীর সরফত আলী সপু বলেন, ‘নির্বাচন অতি সন্নিকটে। নির্বাচনের আর মাত্র এক মাস বাকি। এমন গুরুত্বপূর্ণ সময়ে ঢাকায় এ ধরনের অগ্নিকাণ্ড মোটেও স্বাভাবিক ঘটনা নয়। আওয়ামী ফ্যাসিবাদের দোসররা নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে পরিকল্পিত কোনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে কি না, বর্তমান অন্তর্বর্তী সরকারের উচিত তা গভীরভাবে তদন্ত করা।’
তিনি আরও বলেন, ‘ঠিক নির্বাচনের আগ মুহূর্তে রাজধানীতে অগ্নিকাণ্ডের মতো ঘটনা জনমনে আতঙ্ক ও অনিশ্চয়তা সৃষ্টি করছে। এর মাধ্যমে যদি নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা হয়ে থাকে, তবে জনগণ তা কখনোই মেনে নেবে না।’
বিএনপির এই কেন্দ্রীয় নেতা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘বিএনপি একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায়। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় দলটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে রাজপথে থাকবে এবং যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে।’
সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা করেন। সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনা, শ্রীনগর উপজেলা মহিলা দলের সদস্য সচিব কামরুন্নাহার চৌধুরী অনু, বিএনপি নেতা নুরুজ্জামান শিকদার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ দল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
What's Your Reaction?
এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ