সালথায় যুবলীগ নেতা ফরহাদ গ্রেপ্তার
ফরিদপুরের সালথায় বিশেষ অভিযানে মো. সোহেল রানা ফরহাদ (৩৫) নামে কার্যক্রম নিষিদ্ধ এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (১৬ জানুয়ারী) সকাল ১০টার দিকে উপজেলার সোনাপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সোহেল রানা সালথা উপজেলা সোনাপুর ইউনিয়নের যোগারদিয়া গ্রামের খলিল মোল্যার ছেলে। তিনি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, যুবলীগ নেতা ফরহাদের নামে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলার ওয়ারেন্ট ছিল। শুক্রবার সকালে সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
What's Your Reaction?
জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ