পিরোজপুরে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে “আর্তমানবতায় সর্বত্র” প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর জেলা ইউনিটের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা রেড ক্রিসেন্ট কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর জেলা ইউনিটের সেক্রেটারি আলহাজ্ব মাসুদ সাঈদী।
এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আকন, মো. মিজানুর রহমান, মো. রেজাউল হক রিয়াজ, আল-আমিন খান সোহাগ ও সিরাজিস সালেকীন শুভ।
জেলা ইউনিটের ইউএলও (ইউনিট লেভেল অফিসার) শেখ মাসুদুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় জেলার বিভিন্ন উপজেলার যুব কমিটির সদস্য ও বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা স্বেচ্ছাসেবার মূল্য ও মানবিক সেবায় তরুণদের ভূমিকা তুলে ধরে সমাজকল্যাণ মূলক কাজে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
What's Your Reaction?
মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ