কাপ্তাই তম্বপাড়ায় ৭ দিনব্যাপী মহা পট্ঠান-পাঠ ও সংঘদান সম্পন্ন
রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের তম্বপাড়া ধর্মরত্ন বৌদ্ধ বিহারে কোঃনওয়ং জাদি নির্মাণ উপলক্ষে জেলার ইতিহাসে প্রথমবারের মতো ১৬৮ ঘণ্টা (৭ দিন)ব্যাপী অবিরাম মহা পট্ঠান-পাঠ, বুদ্ধমূর্তি জীবন্যাস, প্রব্রজ্যা–উপসম্পদা গ্রহণ, অষ্টপরিস্কার প্রদান এবং মহাসংঘদান পুণ্যানুষ্ঠান-২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) দিনব্যাপী তম্বপাড়া ধর্মরত্ন বৌদ্ধ বিহার মাঠ প্রাঙ্গণে সুগাইন্দা থের, খেলুঅং মারমা ও মেক্রাচিং মারমা পরিবারবর্গের উদ্যোগে এবং তম্বপাড়া গ্রামবাসীর সহযোগিতায় আয়োজিত সাতদিনব্যাপী এই মহাপুণ্যানুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপ্তাই ওয়াগ্গা তম্বপাড়া ধর্মরত্ন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সুগাইন্দা থের। বিহার পরিচালনা কমিটির সভাপতি পাই সুই উ মারমার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই রাজ নিকায় মার্গে (মাংগই) মহা সংঘনায়ক ও চিংস্রং বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পামাক্ষা মহাথের।
বিশেষ অতিথি ছিলেন—কাপ্তাই দেবতাছড়ি মহাজনপাড়া ওয়াগ্গা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ক্ষেমিন্দা মহাথের এবং কাপ্তাই ওয়াগ্গা নোয়াপাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পুংঞাওয়াইন্সা মহাথের। ধর্মীয় দেশনা প্রদান করেন রাঙ্গুনিয়া ধর্মগোদা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ঞানাওয়াহন্সা মহাথের।
অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে আগত বৌদ্ধ ধর্মাবলম্বী, সংঘশ্রেষ্ঠ ভান্তেগণ, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ ভক্তবৃন্দ উপস্থিত থেকে পুণ্যলাভ করেন। আয়োজক পরিবারবর্গ জানান, বৌদ্ধ সমাজের শান্তি, সমৃদ্ধি এবং গ্রামের উন্নয়ন কামনায় এই মহাপুণ্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
পরে ভক্তদের মাঝে অষ্টপরিস্কারসহ সংঘদানের আয়োজন করা হয় এবং কোঃনওয়ং জাদি নির্মাণের সফলতা কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
What's Your Reaction?
রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ