কাপ্তাইয়ে দুর্গাপূজা উপলক্ষে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
Sep 21, 2025 - 19:10
 0  4
কাপ্তাইয়ে দুর্গাপূজা উপলক্ষে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কাপ্তাই থানা পুলিশ এবং পূজা উদযাপন পরিষদের নেতাদের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে কাপ্তাই থানা প্রাঙ্গণে ওসির কার্যালয়ে এই সভা আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু। তিনি তার বক্তব্যে বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রতিটি মন্দিরে পুলিশ সদস্য মোতায়েন থাকবে। তিনি আরও জানান, ইতিমধ্যেই থানার বিভিন্ন অফিসার ও ফোর্স প্রতিটি মন্দিরের পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন এবং পূজার দিনগুলোতে অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও টহলে থাকবেন।

ওসি মোহাম্মদ কায় কিসলু আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রতিটি মন্দিরে নিজস্ব স্বেচ্ছাসেবক দল নিয়োগের ওপর গুরুত্বারোপ করেন। তিনি আশ্বাস দেন যে, একটি উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের লক্ষ্যে পুলিশ বাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকবে।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাপ্তাই থানার সেকেন্ড অফিসার সাইমুল ইসলাম, কাপ্তাই উপজেলা পূজা উদযাপন পরিচালনা কমিটি ২০২৫-এর আহ্বায়ক জগদীশ চন্দ্র দাশ, সদস্য সচিব প্রিয়তোষ ধর পিন্টু এবং কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি কর্তৃক মনোনীত কাপ্তাই উপজেলা প্রতিনিধি ঝুলন দত্ত। এছাড়াও বিভিন্ন মন্দিরের প্রতিনিধিরাও এই সভায় অংশগ্রহণ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow