ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল, যাত্রীদের চরম ভোগান্তি

মাহমুদুল হাসান, ভ্রাম্যমান প্রতিনিধিঃ
Sep 21, 2025 - 19:02
 0  5
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল, যাত্রীদের চরম ভোগান্তি

ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা তিতাস কমিউটার ট্রেনটির ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে পড়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টায় ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন ছাড়ার কিছুক্ষণ পরেই ট্রেনটি অচল হয়ে যায়, যার ফলে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। দীর্ঘক্ষণ ধরে ট্রেনটি স্টেশনেই দাঁড়িয়ে থাকায় নারী, পুরুষ এবং শিশুরা অস্বস্তিকর গরমে ট্রেনের ভেতরেই অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন।

আকস্মিক এই ঘটনায় যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেক যাত্রী অভিযোগ করে বলেন, এই রুটে প্রায়শই ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ঘটনা ঘটে, যা তাদের যাত্রাপথকে অনিশ্চিত করে তোলে। তারা এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য রেলওয়ে কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে তিতাস ট্রেনের পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, "ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় আমরা কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করেছি। তাদের অনুমতি ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। তবে আমরা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আশা করছি দ্রুতই সমস্যার সমাধান হবে।"

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশনেই অবস্থান করছিল এবং যাত্রীরা চরম অনিশ্চয়তার মধ্যে বিকল্প পথের সন্ধান করছিলেন। ঘন ঘন এমন ঘটনায় রেলওয়ের সেবার মান নিয়ে প্রশ্ন তুলেছেন ভুক্তভোগী যাত্রীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow