কাপ্তাইয়ে কালচারাল এন্ড ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব উদ্বোধন

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
Sep 12, 2025 - 13:43
 0  2
কাপ্তাইয়ে কালচারাল এন্ড ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব উদ্বোধন

রাঙ্গামাটির কাপ্তাইয়ের বরইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ে “কালচারাল এন্ড ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব” উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের দাতা সদস্য খোরশেদুল আলম কাদেরী আনুষ্ঠানিকভাবে ক্লাবটির উদ্বোধন করেন।

প্রধান অতিথি খোরশেদুল আলম কাদেরী বলেন, শিক্ষার্থীরা এই ক্লাবের মাধ্যমে ভাষা ও সংস্কৃতির ওপর দক্ষতা অর্জন করতে পারবে। বিশেষ করে ইংরেজি বিষয়ে ভীতি দূর হবে এবং আইইএলটিএসসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার যোগ্যতা তৈরি হবে। পাশাপাশি সাংস্কৃতিক জ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ে দক্ষতা বাড়বে, যা আধুনিক কর্মক্ষেত্র ও উচ্চশিক্ষায় সহায়ক হবে।

প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়ার সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক আবুল মনসুরের সঞ্চালনায় অনুষ্ঠানে দাতা সদস্য ইঞ্জিনিয়ার বর্ণ বিকাশ তঞ্চঙ্গ্যা, সহকারী প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির, সিনিয়র শিক্ষক আবু সালেহ মোহাম্মদ জাফর, সহকারী শিক্ষিকা লবণা আহমেদ কলি, সহকারী শিক্ষক রাসেল খান ও সজীব নাথ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি আরও বলেন, অভিভাবকদের নিয়মিত নজরদারি ছাড়া সন্তানকে নিরাপদ ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব নয়। তাই সন্তানদের সার্বিক খোঁজখবর রাখতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow