জেলের ছদ্মবেশে পুলিশের অভিনব অভিযান

মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
Jul 18, 2025 - 23:50
 0  3
জেলের ছদ্মবেশে পুলিশের অভিনব অভিযান

ঝিকরগাছা থানাধীন নাভারণ এলাকায় সংঘটিত আলোচিত এসিড নিক্ষেপ মামলার পলাতক আসামী জসীম (৪০) কে জেলের ছদ্মবেশে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে ঝিকরগাছা থানা পুলিশ।

জানা যায়, প্রায় ছয় বছর আগে ভিকটিমের নাভারণ এলাকায় বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে সে সংসার ভেঙে প্রায় আট মাস আগে চার বছরের সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে আসে। ওই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতো জসীম। পেঁপে বাগানে দিনমজুরের কাজ করা জসীম ভিকটিমকে বিয়ের প্রস্তাব দিলে তা প্রত্যাখ্যান করে পরিবার। এতে ক্ষিপ্ত হয়ে গত ৩ জুলাই রাতে বাড়ির পুরুষ সদস্যরা বাইরে গেলে জানালার ফাঁক দিয়ে ভিকটিম, তার মা ও ছোট ভাইয়ের ওপর এসিড নিক্ষেপ করে সে।

স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ভিকটিমের বাবার দায়ের করা মামলার পর পুলিশ সুপার দ্রুত আসামী গ্রেফতারে নির্দেশ দেন।

এরপর থানা পুলিশের নেতৃত্বে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, জসীম লোহাগাড়ার কামাল প্রতাপ বিলের মাঝখানে অবস্থান করছে।

(১৭ জুলাই) বিকালে এসআই তাপসের নেতৃত্বে পুলিশের একটি টিম জেলের ছদ্মবেশে বিলের মধ্যে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জসীম পানিতে ঝাঁপ দিলে এসআই তাপসও পানিতে ঝাঁপিয়ে পড়ে ধস্তাধস্তির একপর্যায়ে তাকে গ্রেফতার করেন।

পরে পুলিশের জিজ্ঞাসাবাদে জসীম ঘটনার সত্যতা স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow