জিয়াউর রহমানের নামে থানচিতে কৃষক দলের বৃক্ষরোপণ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বান্দরবানের থানচিতে বৃক্ষরোপণ করেছে কৃষক দল।
শুক্রবার (১৮ জুলাই) বিকেল ৩টায় উপজেলা মাল্টিপারপাস হল রুম প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক খামলাই ম্রো।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল থানচি উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে মাল্টিপারপাস হল রুম ছাড়াও থানচি বাজার এলাকার বিভিন্ন স্থানে গাছ লাগানো হয়।
কৃষক দলের আহ্বায়ক মংসাগ্য মারমা জানান, "শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে থানচিতে প্রথমবারের মতো তার নামে বৃক্ষরোপণ করা হলো। এ কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষা ও শহীদ জিয়ার আদর্শ ছড়িয়ে দেয়ার প্রত্যাশা করছি।"
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ক্যসাউ হেডম্যান, কৃষক দলের সিনিয়র আহ্বায়ক নেয়াজুর রহমান, সদস্য সচিব বিজয় ত্রিপুরা, বিএনপি সদস্য আবু সামাদ, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু নোমানসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের অর্ধ শতাধিক নেতা-কর্মী ও সমর্থক।
What's Your Reaction?






