কেওক্রাডং পথে চাঁদের গাড়ি দুর্ঘটনায় আহত ১৩
বান্দরবানের রুমায় কেওক্রাডং যাওয়ার পথে পর্যটকবাহী চাঁদের গাড়ি উল্টে ১৩ জন আহত হয়েছেন। এর মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার ভোরে বগালেক থেকে কেওক্রাডংয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার পর পেঁপে বাগান এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
সকাল সাড়ে ৬টার দিকে স্থানীয় গাইডসহ মোট ১৩ আরোহী নিয়ে চাঁদের গাড়িটি বগালেক থেকে রওনা হয়। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের পাশে নিচে উল্টে যায়। এতে স্থানীয় পর্যটক গাইড স্বপন বড়ুয়া (৩৪) এবং কুষ্টিয়া থেকে আসা পর্যটক দলের সদস্যসহ মোট ১৩ জন আহত হন।
আহতদের মধ্যে রয়েছেন—
সিদ্দিকুর রহমান (৫৫), হাশমত (৪৫), রাশেদুল (৪৪), আফিকুল ইসলাম (৪৪), সোহেল রানা (৪৫), ফারুক আহমেদ (৪২), আকরাম আলী (৩৭), জুমা (২৬), রুমি আক্তার (২৬), বেলায়েত (৩৩) এবং আরও কয়েকজন। তাদের বেশিরভাগই কুষ্টিয়া জেলার বাসিন্দা।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
রুমার উপজেলা নির্বাহী অফিসার মো. আদনান চৌধুরী বলেন, “ভোরে বগালেক থেকে কেওক্রাডং যাওয়ার পথে গাড়িটি উল্টে যায়। এতে একজন পর্যটক গুরুতর আহত হন, বাকিরাও বিভিন্নভাবে আহত হয়েছেন।”
রুমা থানার ওসি মোহাম্মদ সোহরাওয়ার্দী জানান, মোট ১২ জন পর্যটক আহত হয়েছেন এবং সবাইকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।
রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচপিও ডা. মোহাম্মদ আব্দুল্লাহ আল হাসান জানান, সকাল ৯টার দিকে মোট ১৩ জনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক এবং ৯ জন গুরুতর হওয়ায় মোট ১১ জনকে বান্দরবান সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
পাহাড়ি পথে চাঁদের গাড়িতে নিয়মিত ঝুঁকি থাকা সত্ত্বেও পর্যটকদের চলাচল কমছে না। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন।
What's Your Reaction?
শৈহ্লাচিং মার্মা, রুমা (বান্দরবান) প্রতিনিধি