বেরোবিতে শিক্ষার্থী সংসদ নির্বাচনের ভোটের তারিখ এগিয়ে আনা হলো

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি, রংপুরঃ
Nov 20, 2025 - 23:10
 0  3
বেরোবিতে শিক্ষার্থী সংসদ নির্বাচনের ভোটের তারিখ এগিয়ে আনা হলো

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচনের ভোটগ্রহণের তারিখ পরিবর্তন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বনির্ধারিত ২৯ ডিসেম্বরের পরিবর্তে নতুন ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ ডিসেম্বর ২০২৫।

নির্বাচন কমিশন জানায়, ঘোষিত তারিখের ঠিক আগে টানা তিন দিনের সরকারি ছুটি থাকায় ভোটার উপস্থিতি এবং শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ বিঘ্নিত হওয়ার আশঙ্কা ছিল। শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্ন পরিবেশে ভোট দিতে পারে এবং নির্বাচনী প্রক্রিয়া আরও সুষ্ঠু হয়, সে কারণেই ভোটের দিন এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রথমবারের মতো ব্রাকসু ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন আয়োজন করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কমিশনের প্রত্যাশা, নতুন তারিখে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে। সুষ্ঠু, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে ইতোমধ্যে সংশোধিত নির্বাচন তফসিল প্রকাশ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow