নোয়াখালীর বেগমগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত ‘মাদক রাণী’ গ্রেপ্তার

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালীঃ
Nov 20, 2025 - 23:07
 0  4
নোয়াখালীর বেগমগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত ‘মাদক রাণী’ গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জে একাধিক মাদক মামলার আসামি ও ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক ‘মাদক রাণী’ শাহানাজ বেগম ওরফে শাহানা (৪৬)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। তিনি বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার আলীপুর গ্রামের মন্তাজ মিয়ার বাড়ির বাসিন্দা। তার স্বামী ইমাম হোসেন বাহার।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ১টা ২০ মিনিটের দিকে একলাশপুর ইউনিয়নের মধুরামপুর এলাকা থেকে র‌্যাব-১১, সিপিসি-৩–এর একটি বিশেষ দল তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব-১১-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুন্ডু জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল এলাকায় নজরদারি বাড়ায়। পরে অভিযান চালিয়ে মধুরামপুর গ্রামের বাহার মিয়ার বাড়ির সামনে থেকে শাহানাজ বেগমকে আটক করা হয়। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে, যার একটিতে আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড দেন। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।

গ্রেপ্তারের পর তাকে আইনি প্রক্রিয়ার জন্য বেগমগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়।

বেগমগঞ্জ মডেল থানার ওসি লিটন দেওয়ান বলেন, র‌্যাব আসামিকে থানায় সোপর্দ করেছে। নিয়মিত আইনি কার্যক্রম শেষে তাকে আদালতে পাঠানো হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow