তারেক রহমানের ৬১তম জন্মদিনে ফরিদপুরে বিএনপির নানামুখী কর্মসূচি

আসলাম বেপারি, চরভদ্রাসন প্রতিনিধি, ফরিদপুরঃ
Nov 20, 2025 - 23:45
 0  6
তারেক রহমানের ৬১তম জন্মদিনে ফরিদপুরে বিএনপির নানামুখী কর্মসূচি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ (২০ নভেম্বর)। ১৯৬৫ সালে জন্মগ্রহণ করা তারেক রহমান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে।

জন্মদিন উপলক্ষে ফরিদপুর-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের নির্দেশনায় বৃহস্পতিবার সারাদিন নানামুখী কর্মসূচি পালিত হয়েছে।

ড্যাব ফরিদপুর জেলা শাখার সহযোগিতায় ভাঙ্গা উপজেলা কৃষকদলের উদ্যোগে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভর্তি রোগী ও তাদের স্বজনদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়। অন্যদিকে, উপজেলা ছাত্রদলের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি চালানো হয় এবং রোগীদের রক্তের চাহিদা পূরণে একটি ব্লাড ব্যাংক গড়ে তোলা হয়েছে।

রাজনীতিতে তারেক রহমানের যাত্রা শুরু হয় মাত্র ২২ বছর বয়সে, ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী থানা বিএনপির সদস্য হয়ে। আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশের আগেই তিনি দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। ১৯৯১ সালের জাতীয় নির্বাচনের আগে মায়ের সহচর হয়ে সারা দেশে নির্বাচনি প্রচারণায় অংশ নেন। ২০০১ সালেও মায়ের সহায়তায় দেশব্যাপী নির্বাচনি প্রচারণায় যুক্ত ছিলেন তিনি।

২০০২ সালে তিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব পদে নির্বাচিত হন। ২০০৯ সালের পঞ্চম জাতীয় কাউন্সিল ও ২০১৬ সালের ষষ্ঠ কাউন্সিলে তিনি সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর যুক্তরাজ্য থেকে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। দেশ থেকে দূরে থেকেও ভার্চুয়ালি দলের নানা কর্মসূচিতে দিকনির্দেশনা দিচ্ছেন তিনি।

দলীয় সূত্র জানিয়েছে, আগামী মাসে পবিত্র ওমরাহ পালন শেষে তিনি দেশে ফিরতে পারেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow