বোয়ালমারীতে পৌর বিএনপির সম্মেলনী প্রস্তুতি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

ফরিদপুরের বোয়ালমারীতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সদ্যবিদায়ী সরকারের পতনের পর এই প্রথম আয়োজিত সভায় নেতাকর্মীদের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দলকে তৃণমূল থেকে সুসংগঠিত করে নতুনভাবে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।
শনিবার (২৩ আগস্ট) বিকেলে বোয়ালমারী সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল হক মন্টু মিয়ার ব্যক্তিগত কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আব্দুল কুদ্দুস শেখের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. আমিনুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কমিটির সিনিয়র নেতৃবৃন্দ।
সভায় বক্তারা সদ্যবিদায়ী আওয়ামী লীগ সরকারের তীব্র সমালোচনা করেন। তারা বলেন, "স্বৈরাচারী শেখ হাসিনা দেশকে একটি কারাগারে পরিণত করেছিল। তার বিদায় না হলে আজ আমরা এখানে এভাবে মুক্তভাবে কথা বলতে পারতাম না।"
নেতৃবৃন্দ বলেন, সকল ভেদাভেদ ভুলে এখন ঐক্যবদ্ধভাবে কাজ করার সময়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে এবং তার নির্দেশনা অনুযায়ী দলকে এগিয়ে নিতে হবে। বোয়ালমারী পৌর বিএনপিকে একটি মডেল ইউনিট হিসেবে গড়ে তোলার জন্য তারা সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
সভায় বক্তব্য রাখেন কমিটির সদস্য শেখ আফসার উদ্দিন আহমেদ, আঃ শুকুর শেখ, মো. জাকির হোসেন, মো. রাসেল আহমেদ, মো. ইমরান হোসাইন, মো. জাহাঙ্গীর আলম কালা মিয়া, কাজী কামরুল হক মিজান, শেখ আজিজুল হক, মো. জাকির হোসেন চৌধুরী, মো. আজিজুর রহমান আজিজ, ফরিদুল ইসলাম, মো. গোলাম রসুল বিশ্বাস, খাঁন আতাউর রহমানসহ আরও অনেকে।
সভার শেষে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত সকল শহীদ, বোয়ালমারীতে প্রয়াত দলীয় নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
What's Your Reaction?






